১. ভারতীয় দর্শনে দর্শন বলতে কি বোঝায় ?
= দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় করে দর্শন' শব্দটি পাওয়া যায়। দৃশ শব্দের অর্থ হলো দেখা কিন্তু এখানে দেখা বলতে আধ্যাত্বিক প্রত্যক্ষ বা সাক্ষাৎ অনুভব কে বুঝায় সুতরাং দর্শন শব্দের অর্থ হলো প্রকৃত সত্য বা সাক্ষাৎ তত্ত্বের উপলব্ধি।
২. ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য গুলি কি কি ?
= ১. ভারতীয় দর্শন হলো আধ্যাত্মিক দর্শন। মুক্তি বা মোক্ষ ভারতীয় দর্শনের সাধারণ লক্ষ।
২. ভারতীয় দর্শন নীতি ও ধর্মের ওপর গুরুত্ব আরোপ করেছে।
৩. ভারতীয় দর্শন জীবন ও কর্ম ভাতের দ্বারা পরিচালিত।
৩. ভারতীয় দর্শনে মোট কয়টি সম্প্রদায় আছে ?
= ভারতীয় দর্শনে মোট নয়টি সম্প্রদায় আছে।
৪. বৈদিক বা আস্তিক বা ষড় দর্শন কোনগুলি ?
= বৈদিক সম্প্রদায় হল 6 টি। ( সাংখ্য, যোগ, ন্যায়,বৈশেষিক, মীমাংসা, বেদান্ত )
৫. অবৈদিক সম্প্রদায় কটি ?
= অবৈদিক সম্প্রদায় তিনটি । ( চার্বাক, জৈন, বৌদ্ধ )
এটা একটু বিস্তারিত দিলে ভালো হতো
ReplyDelete